Friday, April 19, 2024
বাড়িরাজ্যশহরে পৃথক পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

শহরে পৃথক পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : শুক্রবার দুপুরে আগরতলা লেইক চৌমুহনী ব্রীজ সংলগ্ন আবর্জনার স্তূপে অগ্নিসংযোগ ঘটে। স্থানীয় ব্যবসায়িরা খবর দেয় দমকল কর্মীদের। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের পাশে কাটাখালের ধারে আবর্জনার স্তুপে এই আগুন লাগে।  তবে কোন বড় ধরনের ঘটনা ঘটেনি। ব্যবসায়ীদের আশঙ্কা যদি রাতের বেলায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটত তাহলে ভয়াবহ আকার ধারন করতে পারত। বাজারের পাশে জঞ্জালের স্তুপে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে।

এদিকে বৃহস্পতিবার রাতে রাজধানীর দশমী ঘাট এলাকায় একটি বিদ্যুতের ট্রান্সফর্মারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এইদিন রাতে স্থানীয়রা প্রথমে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা। দমকল কর্মীরা বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করে। তখন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেয়। তারপর দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীরা এক কর্মী জানান  বিদ্যুতের ট্রান্সফর্মারের নিচে অগ্নিসংযোগ ঘটেছে তাই জল দিয়ে আগুন নিভানো হয়েছে। তিনি আরও জানান প্রথামিক ভাবে অনুমান করা হচ্ছে কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এইদিকে স্থানিয়দের বক্তব্য প্রতি নিয়ত  বিদ্যুতের ট্রান্সফর্মারটিতে শটসার্কিট হয়ে অগ্নি সংযোগ ঘটে। এই বিষয়ে দপ্তরের আধিকারিকদের অবগত করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। স্থানিয়দের দাবি  বিদ্যুতের ট্রান্সফর্মারটি সহসাই পরিবর্তন করে দেওয়া হোক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য