স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল “ গোমতী জেলার করবুক মহকুমার অন্তর্গত শিলাছড়ি থানার কর্তব্যের গাফিলতির জন্য গত ২৪ এবং ২৫ এপ্রিল দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়। মৃতরা হল কাঞ্চনমালা চাকমা ও আনন্দ চাকমা।
এ ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি জানিয়ে শুক্রবার রাজ্য চাকমা সামাজিক পরিষদের উদ্যোগে এক প্রতিনিধি দল সদর মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। ডেপুটেশনের পর রাজ্য চাকমা সামাজিক পরিষদের রাজ্য সম্পাদক শান্তি বিকাশ চাকমা জানান, সারা রাজ্যে চাকমা অধ্যুষিত প্রতিটি অঞ্চলে স্মারক লিপি প্রদান করা হয়। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান সহ চার দফা দাবি নিয়ে মহকুমা শাসকের মারফত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে রাজ্য চাকমা সামাজিক পরিষদ। অনুরূপভাবে কাঞ্চনপুর, পেচারথল, লংতরাইভ্যালী ও গন্ডাছড়া, করবুক, শান্তির বাজারে এই ডেপুটেশন প্রদান করা হয়।