স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল : ২০২০ সালে কোভিড অতিমারির সময় ১৪৪ ধারা ভেঙে বামফ্রন্ট কর্মসূচি সংগঠিত করায় শুক্রবার আদালতে হাজির হতে হলো বিরোধী দলনেতা মনিক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দদের। জানা যায় আইন লংঘন করে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগরতলা প্যারাডাইস চৌমুহনী এলাকায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়েছিল।
পরবর্তী সময় পশ্চিম থানার পুলিশ বিরোধী দলনেতা মানিক সরকার, বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ ৮ জন নেতৃত্বের বিরুদ্ধে মামলা নেয়। আইনজীবী জানান মামলার শুনানিতে অভিযুক্তদের পক্ষে আইনজীবী আদালতের কাছে মামলা খারিজ করার জন্য আবেদন করেছিলেন। কারণ পুলিশ নেতৃত্বদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। পরে আদালত শুক্রবার উভয়পক্ষের বক্তব্য শুনে কোন নির্দেশ দেয় নি। অভিযুক্তদের বিরুদ্ধে আগামী শুনানির দিন কোন চার্জ গঠন করা হবে কিনা, নাকি খারিজ করে দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে বলে জানান বামফ্রন্টের পক্ষে আইনজীবী।
সিপিএম নেতা মানিক দে বলেন, বিরোধী দলের নেতাদের হেনস্থা করতে এ ধরনের কার্যকলাপ শাসক দল বিজেপির। এর নিন্দা জানান তিনি। রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য বিজেপি সরকার বিরোধীদল সিপিআইএমের সাথে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে সক্ষম না হয়ে সমস্ত সমাজ বিরোধীদের ঐক্যবদ্ধ করে রাজনৈতিক পরিমণ্ডলকে বিষিয়ে তোলার চেষ্টা করছে বলে জানান প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত। তিনি আরো বলেন বিরোধী দল যাতে অগ্রসর হতে না পারে তার জন্য বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা চেষ্টা করছে। বিজেপি জনগণের মঙ্গলের কোন কাজ করতে পারে না। এটা শুধু রাজ্যে নয়, গোটা দেশে এই পদ্ধতি কায়েম করার প্রচেষ্টা করেছে। যাতে বিরোধীদের কোণঠাসা করতে পারে বলে জানান তিনি।