Friday, February 7, 2025
বাড়িরাজ্যপ্রদেশ তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রদেশ তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ এপ্রিল :  বিধানসভা নির্বাচনের এক বছর আগে ফের মাথাচাড়া দিচ্ছে ঘাসফুল শিবির। ত্রিপুরাকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়তে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ ত্রিপুরা রাজ্য কমিটি ঘোষণা করা হয়। হেরো নেতাদের দিয়েই ত্রিপুরা জয়ের স্বপ্ন দেখছে ঘাসফুল শিবির।

 ত্রিপুরায় এসে দলত্যাগের প্রায়শ্চিত্ত করা রাজিব ব্যানার্জি কমিটির মাথায় বসেছেন ইনচার্জ হিসেবে। সভাপতি করা হয়েছে সেই সুবল ভৌমিকোকেই। আগামী ২৩ -এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস বড় লক্ষ্যমাত্রা নিয়ে কমিটি ঘোষণা করা করেছে। কমিটির শীর্ষে ব্রাত্য রাখা হয়েছে সুস্মিতা দেব ও আশিস লাল সিংহকে কমিটিতে রেখেই তাদের সন্তুষ্ট রাখা হয়েছে। মোট ৭২জনের এই কমিটি। এছাড়াও কিছু অঙ্গসংগঠনের নেতাদের নামও এদিন ঘোষণা করা হয়েছে। তবে আগামী দিনে ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেস কতটা শক্তি সঞ্চয় করতে পারবে সেটা সময় বলবে। কারণ বিগত পুর সংস্থার নির্বাচনের পর ত্রিপুরার মাটি থেকে গা ঢাকা দিয়েছিল তৃণমূল কংগ্রেস। নির্বাচনে আসতেই পুনরায় শক্তি বৃদ্ধি করতে ত্রিপুরার মানুষকে জানান দিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য