Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যপ্রত্যন্ত অঞ্চলের অপবাদমুক্ত বিকাশের পথে এগোচ্ছে : মুখ্যমন্ত্রী

প্রত্যন্ত অঞ্চলের অপবাদমুক্ত বিকাশের পথে এগোচ্ছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ এপ্রিল : বিগত দিনে জনজাতি অংশের মানুষের ভাবাবেগ রাজনৈতিক স্বার্থে লুন্ঠিত হয়ে এসেছে। কিন্তু অর্ধাহার, অনাহার ও আর্থিক সংকটের মত রূঢ় বাস্তবতা থেকে পরিত্রান‌ স্বরূপ, বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ও জনজাতি মহিলাদের আর্থিক সশক্তিকরণের প্রয়াসের ফলশ্রুতিতে সার্বিক জীবনমান বিকাশের পাশাপাশি জনজাতি মহিলাদের আর্থিক সমৃদ্ধি ও আত্মসম্মান সুনিশ্চিত হয়েছে। রোজগারের নয়া দিশা উন্মোচনের পাশাপাশি, জনজাতি অংশের মহিলা হাতেও এখন পর্যাপ্ত অর্থরাশী পৌঁছে গেছে। বৃহস্পতিবার কাঞ্চনপুরে লালজুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন ও কস্তুর্বা গান্ধী ছাত্রী আবাসের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজ্য সরকার রাজ্যের শিক্ষা পরিকাঠামোকে ঢেলে সাজিয়ে তুলছে। এন সি ই আর টি সিলেবাস থেকে শুরু করে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করার মতো বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়ে চলছে বলে জানান মুখ্যমন্ত্রী।

পরে কাঞ্চনপুরের বরছড়া বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ১০০ আসন বিশিষ্ট জনজাতি ছাত্রাবাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনজাতি অংশের মানুষের বহুমুখী উন্নয়নে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। ত্রিপুরার ভূস্বর্গ কাঞ্চনপুর, সবুজের আলিঙ্গনে লালিত এক সমৃদ্ধশালী পুন্য ভূমি। বিগত দিনের অবহেলিত ও প্রত্যন্ত অঞ্চলের অপবাদমুক্ত হয়ে, বর্তমানে সেই অঞ্চল সমস্ত ক্ষেত্রেই সার্বিক বিকাশ ধারা সফল ভাবে রূপায়িত হচ্ছে। উন্নয়নের একটি মডেল হিসেবে স্বগৌরবে ক্রম অগ্রসরমান অঞ্চলটি। এডিসি এলাকায় উন্নত সড়কের জাল বিস্তারের পাশাপাশি প্রতিটি ব্লককে জাতীয় সড়কে সংযুক্তিকরণের লক্ষ্যে পরিকল্পনা গৃহীত হয়েছে। দশদা আর. ডি ব্লকের অন্তর্গত বড়ছড়া বিদ্যালয়ের ১০০ শয্যা বিশিষ্ট নব নির্মিত ছাত্রাবাসের শুভ সূচনা হয়। জনজাতিদের আর্থ সামাজিক জীবনমান বিকাশের পাশাপাশি সময়োপযোগী জাতীয়মানের শিক্ষার সুযোগ সম্প্রসারণ সরকারের অন্যতম লক্ষ। জনজাতিদের যাতে দূর থেকে জল সংগ্রহ করতে না হয়, সেই লক্ষ্যে কেন্দ্রীয় লক্ষ্যমাত্রার আগেই প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল সহ সমস্ত নাগরিক অধিকার পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণে দ্রুততার সাথে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে অবস্থানরত রিয়াং উদবাস্তুদের দীর্ঘ প্রতিক্ষিত সমস্যার স্থায়ী সমাধান ও সমৃদ্ধশালী ভবিষ্যত সম্ভবপর হয়েছে। মোদীজির আন্তরিক দৃষ্টিভঙ্গির ফলে, উত্তর পূর্বের সর্বাঙ্গীন বিকাশে গতি তরান্বিতকরণ সম্ভব হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

পরে মুখ্যমন্ত্রী দশদা আর. ডি ব্লকের অন্তর্গত বড়ছড়া বিদ্যালয়ের ১০০ শয্যা বিশিষ্ট নব নির্মিত ছাত্রাবাসের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জাতীয় মানের উপযোগী শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ সহ ছাত্র ছাত্রীদের সুনিশ্চিত ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ দিশা চয়নের উপযোগী পরিমন্ডল তৈরীর লক্ষ্যে অগ্রাধিকারের ভিত্তিতে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। গ্রাম নির্ভর নগর ব্যবস্থা ও অন্তিম ব্যক্তি নির্ভর শীর্ষ ব্যক্তির ন্যায়, রাজ্যের সর্বাঙ্গীন বাস্তবিক বিকাশের বিগত দিনে রাজ্যের সমস্ত অবহেলিত এলাকায় উন্নয়নের সম বিকেন্দ্রীকরণে অগ্রাধিকারের ভিত্তিতে কর্মযজ্ঞ রূপায়িত হচ্ছে। কাঞ্চনপুরস্থিত সাধক রতনমনি সেবা সদন আয়োজিত সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী। আরো বলেন, শিক্ষাকে জাতীর মেরুদন্ড আখ্যায়িত করেও, এই অবহেলিত ক্ষেত্রটি নরেন্দ্র মোদির উদ্যোগে সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় শিক্ষা নীতির সংশোধনী, এক বলিষ্ঠ পদক্ষেপ। রোজগারী মানসিকতা স্বনির্ভর ব্যক্তিত্ব তৈরির সহায়ক, আর স্বনির্ভর ব্যক্তিত্বই সমৃদ্ধশালী প্রদেশ নির্মাণের অন্যতম শর্ত। পরে কাঞ্চনপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সঙ্গে মত মিনিময় করেন মুখ্যমন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য