স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ মার্চ : প্রয়াত হলেন ১০,৩২৩ -এর আরও এক চাকুরিচ্যুত শিক্ষক। নাম সুব্রত দাস (৪৭)। বিশালগড় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পাশেই প্রয়াত চাকরিচ্যুত শিক্ষকের বাড়ি। সুব্রত দাসের প্রয়ানে শোকাহত গোটা চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। তিনি স্নাতক শিক্ষক ছিলেন।
মঙ্গলবার দিল্লিতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরিবারে স্ত্রী ও কন্যা এবং পুত্র সন্তান রয়েছে। এখন পর্যন্ত চাকুরিচ্যুত ১৯৮ জন শিক্ষক শিক্ষিকার মৃত্যু হয়েছে। চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা সুব্রত দাসের অকাল প্রয়াণে শোকাহত। পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান।