স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ : নেশা থেকে সমাজকে মুক্ত করতে হবে। কারণ সরকার নেশা মুক্ত রাজ্যের ডাক দিয়েছে। তাই নেশা মুক্ত ত্রিপুরা গড়া সামাজিক বিপ্লব হয়ে দাঁড়িয়েছে। সমাজে যারাই নেশার কারবারি রয়েছে এবং নেশাগ্রস্ত পরিবার রয়েছে তাদের সম্পর্কে সবার আগে খবর থাকে ক্লাব এবং এলাকাবাসীর কাছে। তাদের প্রতিবাদ এবং প্রতিরোধ করে পুলিশের সহযোগিতা নিতে হবে। তাদের বেআইনি কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না
। রবিবার রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন কুঞ্জবন সেবক সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি রক্তদান প্রসঙ্গে বলেন, রক্তদান শ্রেষ্ঠ দান। বিজ্ঞানীরা মহাকাশ পর্যন্ত পৌঁছাতে পেরেছে, অথচ রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। তাই রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রক্তের বিকল্প নেই।
একজনের রক্ত দিয়ে চার থেকে পাঁচজন রোগীকে বাঁচানো যায়। যেমন প্লাজমা থেরাপি, প্লেটলেট এবং রক্ত দিয়ে মুমুর্ষ রোগীদের বাঁচানো যায়। রক্তদানের চেয়ে বড় শান্তির কোন কাজ নেই। মানুষ অর্থের ঋণ পরিশোধ করতে পারে। কিন্তু রক্ত দিয়ে জীবন বাঁচানোর ঋণ পরিশোধ করতে পারে না। এর চাইতে বড় কোন মানব ধর্ম হয় না। এ ধরনের মানব সেবার মধ্য দিয়ে ভগবানকে খুশি করা যায়। এমনটাই বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন বর্তমানে রক্তদান রাজ্যের গণ আন্দোলনের পরিণত হয়েছে। পরে রক্তদান শিবির পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী।