স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ :মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে আবারো সাম্প্রদায়িকতার অভিযোগ তুললেন বিধায়ক বীরজিৎ সিনহা। তিনি রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বলেন দায়িত্বশীল একজন মন্ত্রী সুধাংশু দাস। তিনি গত কয়েকদিন আগে সামাজিক মাধ্যমে মোঘল সাম্রাজ্য নিয়ে একটি পোস্ট করে বর্তমান পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করেছেন।
তিনি আগেও হিন্দু মুসলিম প্রসঙ্গ টেনে রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছেন। একজন দায়িত্বশীল মন্ত্রীর এ ধরনের আচরণ অত্যন্ত উদ্বেগের। উনার এ ধরনের পোস্ট কোনভাবেই উচিত হয়নি। এটি গণতন্ত্রের স্পর্শ কাতর বিষয়। তাই মন্ত্রী সুধাংশু দাসের এমন পোস্টের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য রাজ্য সরকারের উদ্দেশ্যে দাবি করলেন বিধায়ক বীরজিৎ সিনহা।