স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ : নাবালিকা গৃহবধূকে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পূর্ব থানায় মামলা দায়ের করলেন নাবালিকা মেয়ের বাবা। নাবালিকা গৃহবধূর বয়স ১৭ বছর। ঘটনা গত এক বছর আগে। নাবালিকা গৃহবধূর অভিযোগ আড়াই বছর আগে আগরতলা পূর্ব থানার অন্তর্গত প্রতাপগড় নিউ জুয়েল ক্লাব সংলগ্ন এলাকার নাবালিকা কল্যাণপুর থানার অন্তর্গত দাওছড়া এলাকার নন্দ দুলাল দেবনাথের ছেলে বিকাশ দেবনাথের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। বিয়ের কিছুদিন ভালো কাটলেও তারপর থেকে ওই নাবালিকা গৃহবধুর উপর তার স্বামী বিকাশ দেবনাথ শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এর মধ্যে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর নাবালিকা গৃহবধুর উপর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়।
একদিন রাতের বেলা অভিযুক্ত স্বামী গৃহবধুর সাথে ঝগড়া করে। পরের দিন সকালবেলা গৃহবধু যখন রান্না করছিলেন তখন তার উপর কেরোসিন দিলে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পরে তার চিৎকার শুনে আশেপাশে লোকজনেরা এসে হাসপাতাল নিয়ে যায়। গুরুতর আহত হওয়ার পরও গৃহবধূর ছোট্ট কন্যা সন্তানটিকে পর্যন্ত প্রাণনাশের হুমকি দেয়। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আছে নাবালিকা গৃহবধূর মা বাবা। হাসপাতালে কিছুদিন চিকিৎসা করানোর পর অর্থের অভাবে আর চিকিৎসা করাতে না পেরে নাবালিকা গৃহবধূর মা-বাবা তাকে তার বাপের বাড়িতে নিয়ে আসে। কিন্তু অর্থের অভাবে এই নাবালিকা গৃহবধূটি তার বাবার বাড়িতে এখনো অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। অবশেষে রবিবার দুপুরে নাবালিকা গৃহবধূর বাবা অভিযুক্ত বিকাশ দেবনাথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনে আগরতলা থেকে অনলাইনের মাধ্যমে মামলা দায়ের করে এবং এই মামলার প্রতিনিধি জেলার পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের আইজিপি -র কাছেও পাঠানো হয়। রবিবার দুপুরে অগ্নিদগ্ধা নাবালিকা গৃহবধূ এবং তার বাবা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরতে গিয়ে অভিযুক্ত বিকাশ দেবনাথ এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ মুখমন্ত্রীর কাছে নাবালিকা গৃহবধূটির চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন।