স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ : রবিবার উদয়পুর রেল স্টেশন থেকে গাঁজা পাচার করার সময় আটক করা হয় এক যুবককে। পুলিশ জানায় রবিবার সাব্রুম থেকে শিয়ালদা গামী কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস দিয়ে ছয় কেজি শুকনো গাঁজা আগরতলা উদ্দ্যেশে নিয়ে যাবার সময় উদয়পুর রেল স্টেশনে পুলিশ তল্লাশি চালিয়ে এক ব্যাক্তিকে আটক করে।
তার নাম অমিত দেব রায়। বয়স ২৮ বছর। বাড়ি আগরতলা আমতলী। তার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেয় পুলিশ। আরো জানা যায় আটক অমিত এইচ ডি এফ সি লাইফ পলিসি কাজ করে। পাশাপাশি সে এই কাজের সাথে যুক্ত রয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। পুলিশ অভিযুক্তকে আদালতে তুলে পুলিশ রিমান্ডে দাবি করবে। তার সাথে আরও কারা জড়িত রয়েছে সবকিছুই জিজ্ঞাসাবাদে উঠে আসবে বলে ধারণা পুলিশের।