স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ : বাড়ির মালিক সহ ভাড়াটিয়ার ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়। ঘটনা গকুলনগর রাস্তার মাথায়। বাড়ির মালিক মৃত বিধুভূষণ ভূমিকের স্ত্রী জানান বাড়িতে কেউ ছিলেন না।
ভাড়াটিয়ার পরিবারকে নিয়ে গত শুক্রবার দুপুরে বেড়াতে গিয়েছিল তারা। রবিবার সকালে বাড়িতে এসে দেখতে পায় বাড়ির গেইটে তালা লাগানো রয়েছে। ঘরের তালা ভাঙ্গা দুটি ঘরের আসবাব পত্র তছনছ করে নগদ টাকা সহ স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয় চোরের দল। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে শুরু করেছে।