স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ মার্চ : ‘জাগ্রত’ কালী মন্দিরে চোরের হানা। ঘটনা বিশালগড় গকুলনগর পণ্ডিত চৌমুহনী এলাকায়। জানা যায়, শনিবার গভীর রাতে গকুলনগর পন্ডিত চৌমুহনী স্থিত কালী মন্দিরে হানা দেয় চোরের দল। মন্দিরের তালা ভেঙ্গে প্রনামী বাক্স নিয়ে যাবার চেষ্টা করে নিশি কুটুম্বের দল। রবিবার সকালে ঘটনাটি নজরে আসলে এলাকাবাসী খবর দেয় পুলিশকে।
পুলিশ এসে চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরে গকুলনগর এলাকায় বৃদ্ধি পেয়েছে চুরির উপদ্রব। পর পর চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। ইতিমধ্যেই এই এলাকার এক টি এস আর জোয়ান এবং গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে গোটা গকুলনগর এলাকায়। যদিও এখন পর্যন্ত চুরির ঘটনার সঙ্গে জড়িত কাউকে জালে তুলতে পারেনি বিশালগড় থানার পুলিশ।