স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ : হোলিতে মাতলো শহর আগরতলা। শহরের বিভিন্ন পার্কে ছাত্রছাত্রী ও যুবক যুবতী সকলে হোলির আনন্দে মেতে উঠেছে। বিভিন্ন অধিকাংশ অফিস, দোকানপাট সর্বত্র যেন ছিল এক প্রকার ভাবে বন্ধ। ছেলেমেয়েরা জানায় আজ হোলি। হোলি হলো সম্প্রীতি, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের উৎসব। হোলির রঙিন উৎসব হল ঐক্যের প্রতীক। যা মন্দকে ভুলে ভালোর পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।
হোলি ভারতের উৎসবগুলির জন্য পরিচিত যা বিভিন্ন ধর্মের মিশ্রণ। হোলি কেবল ভারতেই নয়, সারা বিশ্বে পালিত হয়, এমন একটি প্রধান উৎসব। রঙের উৎসবের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে। এটি রঙের উৎসব যেখানে মানুষ উদযাপনের অংশ হিসেবে নিজেদের রঙে সিক্ত করে। এটি এমন একটি দিন যেখানে আনন্দ, রঙ এবং উদযাপনে ভরা। হোলিকে রঙের উৎসব বা বসন্তের উৎসবও বলা হয়।