স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ :গত ১১ মার্চ তেলিয়ামুড়া থানাধীন গর্জনতলি হদ্রাই পাড়ায় এক কুকুরকে বিশ্বপখা জামাতিয়া ওরফে বাদরহরি পিটিয়ে নির্মমভাবে হত্যা করতে দেখা গেছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরই বিভিন্ন সামাজিক সংস্থা এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায়।
তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্তকে আটক করার জন্য চেষ্টা শুরু করে। অবশেষে শনিবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ নৃসংশভাবে একটি নিরিহ প্রানীকে হত্যার অভিযোগে বিশ্বপখা জমাতিয়া ওরফে বসদরহরিকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এব্যাপারে তেলিয়ামুড়া থানার পুলিশ জানায়, শনিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত বিশ্বপখা জমাতিয়া ওরফে বাদরহরিকে রবিবার খোয়াই আদালতে সোপর্দ করা হবে।