স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মার্চ :২০২২ সালে জেল পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তারপর যথারীতি শারীরিক পরীক্ষা নেওয়ার পর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কোন নাম গন্ধ নেই। সোমবার জেল পুলিশের চাকরি প্রত্যাশী যুবকরা ইন্সপেক্টর জেনারেল অফ পিজন অফিসের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করে। তাদের অভিযোগ ২০২২ সালে জেল পুলিশের নিয়োগের জন্য শারীরিক পরীক্ষা হওয়ার পর এখন পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।
তাই দপ্তরের মন্ত্রী এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা আজ ফের সরব হয়েছে। তাদের বক্তব্য চার বছর অতিক্রান্ত হয়ে গেছে, অথচ তাদের নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে না। নিয়োগ প্রক্রিয়া এতটা গতিহীন হয়ে পড়ায় তারা হতাশ বলে জানান। তাদের দাবি অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হোক। নাহলে তাদের বিষ দেওয়া হোক। কারণ ডাবল ইঞ্জিন সরকার থাকার পরেও যদি বেকারদের নিয়ে খেলা হয় তাহলে এর চাইতে বড় উদ্বেগের কিছু নেই বলে জানান।