স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মার্চ : সোমবার সাংবাদিক সম্মেলনে এন এস ইউ আই রাজ্য সভাপতি সৌরভ কুমার শীল শিক্ষাক্ষেত্রে ব্যর্থতার দায়ভার মাথায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে ড্রাগসের রমরমা সহ বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেন।
তিনি আরো বলেন রবিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির জনসমাবেশ থেকে জে পি নাড্ডা ঘোষণা দিয়েছেন মাধ্যমিক পাস করলে মেয়েদের স্কুটি প্রদান করা হবে। তিনি কিভাবে কথা বলতে পারেন তা নিয়েও প্রশ্ন তোলেন। এম এস ইউ আই রাজ্য সভাপতি বলেন মাধ্যমিক পাস করলে একজন ছাত্রীর বয়স ১৬ বছর থেকে ১৭ বছর হয়। সেই জায়গায় ড্রাইভিং লাইসেন্স পেতে হলে ১৮ বছর বাধ্যতামূলক, কিভাবে এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন এন এস ইউ আই -র সভাপতি।