স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মার্চ :রাজধানীর কবিরাজ টিলা স্পোর্টস স্কুল রোডে টিএনজিসিএল-এর দক্ষিন জোনের কাস্টমার কেয়ার অফিস রয়েছে। দীর্ঘ ৬ থেকে ৭ বছর ধরে অফিসটি সেখানে রয়েছে। সম্প্রতি অফিসটি অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। বিষয়টি জানার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পরে। সোমবার অফিসটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য অফিসের মাল পত্র গুছানোর কাজ শুরু করলে স্থানীয়রা একত্রিত হয়ে বাধা দান করে। স্থানীয়দের দাবি অফিসটি অন্যত্র সরিয়ে নেওয়া যাবে না। অফিসটি সেখান থেকে সরিয়ে কৃষ্ণনগর এলাকায় নিয়ে গেলে তাদের সমস্যা হবে। এইদিন স্থানীয়রা অফিসটিতে গিয়ে কর্মীদের সাথে কথা বলে। কিন্তু কর্মীরা জানিয়ে দেয় তাদের কিছু করার নেই। তাদের কাছে নির্দেশ এসেছে অফিসটি সরিয়ে নেওয়ার।
তখন স্থানীয়রা অফিসটিতে তালা ঝুলিয়ে দেয়। স্থানীয়দের বক্তব্য যদি অফিসটি এলাকা থেকে দূরে চলে যায় তাহলে তাদের বড় সমস্যার সম্মুখীন হতে হবে। অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়ে অফিসে গিয়ে তাদের সমস্যার কথা জানাতে হবে। এ বিষয় নিয়ে অফিস কর্তৃপক্ষের সাথে কথা বলা হলে তারা কোন কিছুই আশ্বস্ত দেয় নি। তাই তাদের তালা বন্দি করে রাখা হয়েছে বলে জানান। এদিকে টিএনজিসিএল কর্তৃপক্ষ জানান, গত ছয় বছর ধরে অফিসটি কবিরাজটিলা এলাকায় ছিল। এলাকায় ৪০ হাজার গ্রাহক রয়েছে তাদের। গত কয়েকদিন আগে নতুন করে টেন্ডার হয়েছে। সেই টেন্ডার অনুযায়ী অফিসটি কৃষ্ণনগর এলাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। সুতরাং তাদের হাতে কোন কিছুই নেই বলে জানিয়ে দেন।