স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ মার্চ : নাশকতামূলক অগ্নি সংযোগে পুড়ে ছাই হয়ে গেল গোদাম ঘর। অভিযোগ শনিবার মাঝ রাতে কাজল সেনগুপ্তের বাড়িতে এই নাশকতামূলক অগ্নি সংযোগ ঘটে। এ বিষয়ে কাজল সেনগুপ্ত জানান, গভীর রাতে এয়ারপোর্ট থানাধীন ৪ বড়জলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৬ নং বুথের বাসিন্দা তার বাড়িতে দুষ্কৃতীরা
বোমা নিক্ষেপ করে, পরে তার বাড়ির গোডাউনে অগ্নিসংযোগ সংগঠিত করে। পুড়ে ছাই হয়ে যায় গোদামে থাকা সমস্ত সামগ্রী। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা হবে বলে জানান বাড়ির মালিক কাজল সেনগুপ্ত। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে কাজল সেনগুপ্তের বাড়িতে ছুটে যান স্থানীয় বিধায়ক সুদীপ সরকার, বিধায়ক নয়ন সরকার সহ সিপিআইএম নরসিংগড় অঞ্চল কমিটির নেতৃত্ব। তারা ঘটনার তীব্র নিন্দা জানান।