স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ মার্চ : সুশাসন জামানায় থানার দরজায় দরজায় ঘুরে হতাশ হয়ে পড়লেন এক স্বামী। গত মঙ্গলবার থেকে তার স্ত্রী সুজাতা দেব ও তিন বছরের শিশুকন্যা আকাংশা দাস নিখোঁজ। গত পাঁচ দিনে নিখোঁজ স্ত্রী ও কন্যা সন্তানের খোঁজ না পেয়ে পুলিশের তালবাহানার প্রতিবাদ করে থানার সামনেই ধর্নায় বসলেন অসহায় স্বামী অঞ্জন দাস। বাড়ি রাজধানীর বনকুমারি এলাকার ক্ষুদিরাম রোড এলাকায়।
তার অভিযোগ গত মঙ্গলবার বাড়িতে গিয়ে দেখেন স্ত্রী এবং কন্যা নেই। সাথে সাথে আত্মীয় পরিজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছেন। কিন্তু তাদের কোন খোঁজ মিলেনি। বুধবার শাশুড়িকে নিয়ে পূর্ব মহিলা থানায় এসে জিডি এন্টি করেন অঞ্জন দাস নামে এই যুবক। কিন্তু গত পাঁচ দিন ধরেই পূর্ব মহিলা থানার পুলিশ বিভিন্ন তালবাহানা করে চলেছে। কখনো বলছে থানায় ম্যাডাম নেই, আবার কখনো যুবকের সাথে কথাই বলতে চাইছেন না। পুলিশের এ ধরনের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে রবিবার থানার সামনেই ধর্নায় বসলেন অঞ্জন দাস। অঞ্জন দাসের বক্তব্য, তার স্ত্রী সুজাতা দেব এবং তার মেয়ে আকাংশা দাস কোথায় আছে বুঝতে পারছে না। তারা বেঁচে আছে কিনা তা নিয়ে ও অঞ্জনের মনে সংশয়ের দানা বাঁধছে। অঞ্জন দাস মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন তার স্ত্রী এবং কন্যাকে যেন খুঁজে বের করে দেওয়ার জন্য পুলিশ সহযোগিতা করে। তবে আগরতলা শহরের বুকে এমন দৃশ্য হয়তো সাধারণ মানুষের কাছে অনেকটাই অবাক লেগেছে।