Monday, March 17, 2025
বাড়িজাতীয়আন্তর্জাতিক মাদকচক্রের অন্যতম মাথা শেহনাজ় সিংহকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ।

আন্তর্জাতিক মাদকচক্রের অন্যতম মাথা শেহনাজ় সিংহকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১০ মার্চ : আন্তর্জাতিক মাদকচক্রের অন্যতম মাথা শেহনাজ় সিংহকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই দীর্ঘ দিন ধরে তাঁর খোঁজ চালাচ্ছিল। পঞ্জাবের তরণতারণ জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। কলম্বিয়া থেকে আমেরিকা এবং কানাডায় মাদকপাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

সম্প্রতি আমেরিকাতেও শেহনাজ়ের বেশ কয়েক জন সঙ্গী গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছেন পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব। আমেরিকায় ধৃতদের মধ্যে রয়েছেন অমৃতপাল সিংহ ওরফে অমৃত, তকদির সিংহ ওরফে রোমি, সরবসিত সিংহ ওরফে সাবি এবং ফার্নান্ডো ভাল্লাডেরেস ওরফে ফ্র্যাঙ্কো। গত ২৬ ফেব্রুয়ারি তাঁদের গ্রেফতার করে আমেরিকার তদন্তকারী সংস্থা। ধৃতদের বাড়ি এবং গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০০ কেজি মাদক এবং চারটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়।

পুলিশ সূত্রে খবর, আমেরিকায় ওই ধরপাকড় শুরুর পরেই শেহনাজ় ভারতে পালিয়ে আসেন। গোপন সূত্র মারফত পুলিশ খবর পায়, পঞ্জাবে আত্মগোপন করে রয়েছেন আন্তর্জাতিক মাদকপাচার চক্রের ওই মাথা। সেই মতো তরণতারণ জেলার পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। ওই অভিযানেই গ্রেফতার হন শেহনাজ়।
মাদকপাচার সংক্রান্ত সমস্যা দীর্ঘ দিন ধরেই পঞ্জাব পুলিশের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। বিশেষ করে সীমান্তের ও পার থেকে মাঝে মধ্যেই মাদক পাচারের চেষ্টা হয় বলে অভিযোগ। পঞ্জাবে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ড্রোনের মাধ্যমেও মাদক সীমান্ত পার করানোর চেষ্টা হয়েছে বিভিন্ন সময়ে। পঞ্জাব পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর নজরদারিতে সাম্প্রতিক অতীতে বেশ কিছু সন্দেহজনক ড্রোন ধরা পড়েছে। এ বার আন্তর্জাতিক মাদকপাচার চক্রের অন্যতম মাথা ধরা পড়লেন পঞ্জাব পুলিশের হাতে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য