Sunday, March 23, 2025
বাড়িরাজ্যমাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন জে পি নাড্ডা

মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন জে পি নাড্ডা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ মার্চ : রবিবার আগরতলা সাংগঠনিক জনসভার পর্ব সেরে দুপুরে উদয়পুরে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিতে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এদিন সস্ত্রীক জেপি নাড্ডা সহধর্মিনীকে নিয়ে মাতা ত্রিপুরা সুন্দরীর মন্দিরে পূজা দিয়ে দেশবাসীর জন্য মঙ্গল কামনা করেছেন। সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ উনার সহধর্মিনী, ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকে।

এদিন সস্ত্রীক বিজেপি সর্বভারতীয় সভাপতি ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিয়েছেন। মাতাবাড়িতে বিজেপি -র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে স্বাগত জানান স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, জেলা সভাপতি সবিতা নাগ, জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা। তিনি মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর পাশে থাকা শিব মন্দিরে পুজো দেন।  পরবর্তী সময় মায়ের মন্দির থেকে নেমে কল্যাণ সাগরে মাছ ও কচ্ছপকে খাবার দেন। তারপর মায়ের মন্দিরের উঠে প্রসাদ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। তাঁর ওই সফরে মন্দির প্রাঙ্গণে প্রচুর কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। এদিন সাস্ত্রীক জেপি নাড্ডাকে কেন্দ্র করে উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য