স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ মার্চ : সোনামুড়া বেজিমারা গ্রাম পঞ্চায়েতের বর নারায়ন টিলা এলাকার ওয়াসিম মিয়া নামে এক দিব্যাঙ্গ ছেলের উপর পরিবারের পাঁচজন নির্ভরশীল। বাবার নাম আব্দুল বারেক। ওয়াসিম মিয়া জন্মের পর থেকে শারীরিকভাবে দুর্বল। পায়ের উপর ভর করে ঠিকভাবে চলাফেরা করতে পারে না। তারপরেও শরীরের বিভিন্ন ঝুঁকি নিয়ে বিকলাঙ্গ ওয়াসিমকে বের হতে হয় রজি রোজগারের জন্য।
কারণ তার উপর পরিবারের পাঁচজন নির্ভরশীল। তার বাবা রয়েছে, কিন্তু থাকলেও তিনি মানসিক ভারসাম্যহীন, মা কোন কাজ করতে পারেন না, এক বোন বিয়ে দিয়েছে, বাকি দুজন পড়াশোনা করছে। নিজের ঘর-ভিটে ছাড়া, আর কোন সম্পত্তি নেই ওয়াসিম মিয়ার। মাসে ২০০০ টাকার সরকারি ভাতা পেলেও, ২ হাজার টাকা দিয়ে পরিবারের পাঁচ জনের বরণ পোষণের জন্য কোন কিছু হয় না তার। ওয়াসিমের আবেদন সকলে যাতে তাকে আর্থিক দিক দিয়ে সহযোগিতা করে। পরিবারের পাঁচ জনের সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে ওয়াসিম মিয়া।