স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ মার্চ : রবিবার অফিসটিলা এলাকায় জঙ্গলের মধ্যে অগ্নি সংযোগ ঘটনা সংগঠিত হয়। জানা যায় বিশালগড় অফিস টিলা এলাকায় জঙ্গলের মধ্যে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত খবর দেয় অফিসটিলা বিদ্যুৎ নিগমের অফিসে।
সঙ্গে সঙ্গে বিদ্যুৎ কর্মীরা পুরো অফিসটিলা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। দমকল কর্মীরা ঘটনার স্থলের ছুটে এসে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অল্পেতে রক্ষা পায় পার্শ্ববর্তী বাড়িঘর।