Sunday, March 23, 2025
বাড়িরাজ্যস্বামী বিবেকানন্দ ময়দানে ভারতীয় জনতা পার্টির সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির জন সমাবেশ

স্বামী বিবেকানন্দ ময়দানে ভারতীয় জনতা পার্টির সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির জন সমাবেশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মার্চ : রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে এক জনসমাবেশে আয়োজন করা হয়েছে। জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সংসদ রাজিব ভট্টাচার্য সহ মন্ত্রিসভার সদস্যরা। এই জনসভায় রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত হয়ে ঐতিহাসিক রূপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন গত সাত বছরে রাজ্যের মধ্যে উন্নয়ন হয়েছে। সমাজের অন্তিম ব্যক্তির পর্যন্ত পৌঁছে গেছে উন্নয়ন। তিনি আরো দাবি করেন, গত সাত বছর ধরে রাজ্যে স্বচ্ছতা নিয়ে সরকার পরিচালনায় বড় সফলতা উঠে এসেছে। বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন সরকার রাজ্যের সব অংশের মানুষের আশা-আকাঙ্খার গুরুত্ব দিয়ে চলেছে। কিন্তু রাজ্যে বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমকে এই জনসভায় আমন্ত্রণ জানিয়ে বলেন তারাও আসুক ত্রিপুরার উন্নয়নের যজ্ঞ সম্পর্কে অবগত হতে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন এমডিসি বিমল চাকমা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য