স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মার্চ : আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষ্যে শনিবার বিজেপি গ্রামীণ জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে গান্ধী গ্রামস্থিত বৈদ্যনাথ মজুমদার অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বিজেপি দলের সাথে মহিলারা রয়েছে। তাই বিজেপি দল শক্তিশালী দল। রাজ্যে বাল্য বিবাহ বন্ধ করার চেষ্টা চলছে। বাল্য বিবাহের ফলে মেয়েদের শারীরিক সমস্যা দেখা দেয়।
পাশাপাশি ঐ বাল্য বধূ কোন শিশুর জন্ম দিলে সেই শিশুরও সমস্যা দেখা দেয়। তাই বাল্য বিবাহ বন্ধ করার জন্য সচেতনতার উপর জোর দেওয়া হয়েছে। ১৮ বছরের নিচে কোন মেয়ের যেন বিবাহ না হয় সেই দিকে নজর রাখার জন্য মহিলা মোর্চার কর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মহিলা না থাকলে মানুষের অস্তিত্ব থাকত না। মহিলারা বর্তমানে সবকিছু করতে পারে। অনেক ক্ষেত্রে মহিলারা পুরুষদের থেকে এগিয়ে গেছে। একজন মহিকালে বহু রুপে দেখা যায়। দেশের মোট জন সংখ্যার ৫০ শতাংশ মহিলা।
ভ্রুন হত্যা নিয়ে অনেক আন্দোলন হয়েছে। যদিও ভ্রুন হত্যা বর্তমানে অনেক হ্রাস পেয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান আইন করে ভ্রুন হত্যা বন্ধ করা হয়েছে। সমাজে পুরুষ ও মহিলাদের মধ্যে সমতা বজায় রাখার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার চেষ্টা করছে বলে জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির আসাম এবং ত্রিপুরার সংগঠন মহা মন্ত্রী রবীন্দ্র রাজু, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ কৃত্বি সিং দেববর্মণ, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা।