স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মার্চ : ধর্মনগর মহকুমার বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডে নাশকতার আগুনে পুড়ল একটি গাড়ি। এলাকার বাসিন্দা বিশাল দাসগুপ্ত। বিশাল দাস গুপ্ত তার বাড়ির সামনে রাস্তার পাশে এক বছর ধরে তার অল্টো গাড়িটি পার্কিং করে রাখতো। আগে কোন দিন কোন ধরনের ঘটনা ঘটেনি। এরই মধ্যে শুক্রবার রাতে তিনি দেখতে পান তার গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে।
সাথে সাথে খবর দেন ধর্মনগর দমকল কর্মীদের। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বিশাল দাসগুপ্তর গাড়িটি আগুনে পুরে ছাই হয়ে যায়। বিশাল দাসগুপ্ত জানান ওনার গাড়ির এক পাসের দরজার লক খারাপ ছিল। এই সুযোগ নিয়ে এলাকার এক যুবক ওনার গাড়িতে বসে মদ্যপান করত। এই নিয়ে তিন দিন পূর্বে ঐ যুবকের সাথে তার ঝামেলা হয়েছিল। তখন ঐ যুবক হুমকি দিয়েছিল আগুন দিয়ে ওনার গাড়ি পুড়িয়ে দেওয়া হবে। তাই তার সন্দেহ ঐ যুবক তার গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে।