Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যঅপহরণ হওয়া দুই ব্যক্তি উদ্ধার

অপহরণ হওয়া দুই ব্যক্তি উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মার্চ : অবশেষে সোনামুড়া থানা ও আসাম পুলিশের যৌথ উদ্যোগে রাঙ্গামাটিয়া এলাকা থেকে উদ্ধার হয় অপহরণ হওয়া আসামের দুই যুবক। তাদের নাম ফাইজ আহমেদ ও আলাল উদ্দিন। এই অপহরণ কান্ডে জড়িত মাইসা হোটেলের ম্যানেজার ইয়াসিন মিয়াকেও আটক করে সোনামুড়া থানার পুলিশ। অপহরণ কান্ডের মূল পান্ডা আবুল কালাম এখনো পলাতক।

ঘটনার বিবরণে জানা যায়, ৮ ফেব্রুয়ারি আসামের পাথারকান্দি এলাকার আসিম গঞ্জের সোনাতুলা ও বাহাদুরপুর গ্রামের ফয়েজ আহমেদ ও আলাল উদ্দিনকে কাজের প্রলোভন দিয়ে সোনামুড়ার কালাবাড়ি গ্রামের প্রধান নাসিমা বেগমের স্বামী আবুল কালাম রাজ্যে নিয়ে আসে। তাদেরকে রাজ্যে নিয়ে এসে পরিবারের কাছে ১ কোটি টাকা মুক্তি পণ দাবি করে প্রথমে। পরে ধাপে ধাপে আলোচনাক্রমে ১০ লক্ষ টাকা মুক্তি পণ দাবি করে। অপহুত দুই যুবকের পরিবারের লোকজন জমি বিক্রয় করে ৫ লক্ষ টাকা অনলাইন অভিযুক্তদের একাউন্টে প্রেরন করে। তারপরও অভিযুক্তরা অপহুত দুই যুবকের পরিবারের কাছে আরও ৫ লক্ষ টাকা মুক্তি পণ দাবি করে। অবশেষে অপহুত দুই যুবকের বড় ভাই রাজ্যে এসে সিপাহীজলা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। জেলা পুলিশ সুপারের নির্দেশে বিশ্রামগঞ্জ থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য জাল বিছায়। বৃহস্পতিবার রাতে পুলিশের পরিকল্পনা মোতাবেক অপহুত দুই যুবকের দাদা অভিযুক্তদের ফোন করে জানায় তিনি টাকা নিয়ে চড়িলাম বাজারে এসেছেন। এই খবর পাওয়ার পর সোনামুড়া মহকুমার কালাবাড়ি গ্রামের প্রধান নাসিমা বেগমের দেবর মানিক মিয়া ও রিপন মিয়া একটি বিলাস বহুল গাড়ি নিয়ে মুক্তি পনের টাকার জন্য হাজির হয় চড়িলাম বাজারে। তখনই পুলিশ তাদেরকে হাতেনাতে আটক করে বলে জানান অপহৃত দুই যুবকের দাদা। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে দুই যুবককে লুকিয়ে রাখার তথ্য। সেই অনুযায়ী দুই যুবককে উদ্ধার করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য