Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করলেন চাকরি প্রত্যাশীরা

মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করলেন চাকরি প্রত্যাশীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মার্চ : দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির দিন রাস্তায় নেমে সরকারকে কাঠগড়ায় তুললেন চাকরি প্রত্যাশী বেকাররা। সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে চলছে গড়িমসি। স্বজন পোষন না করে একসাথে সকলকে নিয়োগ করার দাবি তোলে শনিবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করলেন চাকুরি প্রত্যাশী যুবক-যুবতীরা। এদিন তারা মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করে তারা বলেন, ২০২২ সালে এস টি জি টি -র পরীক্ষা হয়েছে। অথচ সরকার এখন পর্যন্ত তাদের নিয়োগ করার কোন উদ্যোগ নিচ্ছে না।

গোটা নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে সরকার। আর টি আই -র মাধ্যমে তারা জানতে পেরেছে রাজ্যের মধ্যে বহু শূন্য পদ করে থাকার পরও সরকার শূন্য পদ পূরণ করছে না। ২০২২ সালে পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে একসাথে নিয়োগ করতে হবে। সরকার শুধু সাত থেকে আট শতাধিক নিয়োগ করলে চলবে না। যারা উত্তীর্ণ হয়েছে তাদের অবিলম্বে নিয়োগ করে শিক্ষার হাল ফেরাতে হবে বলে জানান। তাদের দাবি, শিক্ষা ব্যবস্থার অবস্থা বেহাল। আদালতে দোহাই দিয়ে আর কতদিন নিয়োগ প্রক্রিয়া আটকে রেখে এভাবে গড়িমসি হবে বলে প্রশ্ন তাদের। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি এসটিজিটি ২০২২ উত্তীর্ণ সকলকে একসাথে নিয়োগ না করে তাহলে তারা বঞ্চনা মেনে নেবে না। প্রয়োজনে আদালতে যেতে বাধ্য হবে বলে জানান। এদিকে কিছুক্ষণ তাদের বিক্ষোভ চলার পর পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। তবে গত কয়েক বছর ধরে লক্ষ্য করা গেছে এ ধরনের আন্দোলন ট্রেডিশন হয়ে গেছে। টেট পরীক্ষায় উত্তীর্ণ মানেই চাকুরি নিশ্চিত বলে ধারণা বেকার মহলের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য