স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মার্চ : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই উপলক্ষে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর দ্বারা আগরতলা শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্য।
মন্ত্রী সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন, আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি পালন করার জন্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং রাজ্যের মহিলা কমিশনের পক্ষ থেকে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে। মূলত একটাই উদ্দেশ্য নারীদের সম্মান, নারীদের সুরক্ষা এবং নারীদের আত্মনির্ভর করে তোলা। মন্ত্রী সকলের উদ্দেশ্যে আহ্বান রেখে বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও যাতে শ্লোগানে সীমাবদ্ধ না থাকে। এই স্লোগান যাতে বাস্তবে পরিণত হয়। এর পাশাপাশি এবছরের মূলত থিম হল বালিকা বিবাহ রোধ করা। বালিকা বিবাহ রোধ করতে সকলের মধ্যে সচেতনতা আসতে হবে। এবং সকলের চেষ্টার মধ্য দিয়েই এ সমস্যা নিরসন হতে পারে। তাই আজ সংকল্প নেওয়ার দিন, মহিলাদের আত্মনির্ভর হওয়ার জন্য যাতে গড়ে উঠতে সুযোগ দেওয়া হয়। মন্ত্রী আসা ব্যক্ত করে বলেন, আগামী দিন রাজ্যের নারীরা গোটা দেশের মধ্যে আরও এগিয়ে যাবে। আগামী দিন দীপা কর্মকার, আরাধ্যা, অস্মিতা, রেখা চাকমার মত নিজেদের প্রতিভা গোটা দেশের কাছে এবং বিশ্বের কাছে তুলে ধরবে বলে জানান।