স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : সংগঠন মজবুত করতে প্রদেশ কংগ্রেসের এখন ভরসা সামাজিক মাধ্যম। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সোশ্যাল মিডিয়ার ডিপার্টমেন্টের এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয় ৷
এদিন কর্মশালায় উপস্থিত ছিলেন প্রণব ভাছরাগানি, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক সারিতা লাইফ্রাং সহ ব্লক কংগ্রেস সভাপতিগন সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রণব ভাছরাগানি জানান, প্রদেশ কংগ্রেসের সামাজিক মাধ্যমে সংগঠন মজবুত করতে চাইছে। তাই তিনি রাজ্য সফরে এসেছেন বলে জানান এদিন। তবে সামাজিক মাধ্যমে সংগঠন মজবুত করার মূল উদ্দেশ্য হলো মিথ্যার পর্দা ফাঁস করা এবং সত্যকে সামনে নিয়ে আসতে কংগ্রেস সামাজিক মাধ্যম ও বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে বলে জানান তিনি।
আগামী ২৩ -এ সরকার পরিবর্তন হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন। কারণ রাজ্যের মানুষ বর্তমানে বিজেপি সরকারের উপর তিতি বিরক্ত হয়ে আছে। মানুষ প্রত্যাবর্তন চায় না। মানুষ চাইছে পরিবর্তন বলে জানান তিনি। কর্মশালায় প্রদেশ কংগ্রেস অন্যান্য কর্মী সমর্থকরাও উপস্থিত ছিলেন।