স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : মঙ্গলবার আগরতলা জিবি বাজার মারুতি সিন্ডিকেটের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবির অনুষ্ঠিত হয় জিবি হাসপাতালে। শিবিরে উপস্থিত ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
তিনি জানান প্রতি মঙ্গলবার রুটিনমাফিক জিবি হাসপাতাল রক্তদান শিবির অনুষ্ঠিত করা হয়। অন্যান্য মঙ্গলবার এর মত আজকেও প্রায় ১০ জন রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। রক্ত দান করে মানুষকে জীবন দান করার জন্য তাদের অভিনন্দন জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি জানান রুটিন মাফিক রক্তদান শিবির আগামী দিনে যেন অব্যাহত থাকে। সকল অংশের মানুষকে রক্তদান শিবিরে এগিয়ে আসার আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পরবর্তী সময় রক্তদাতাদের সাথে কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।