Friday, February 7, 2025
বাড়িরাজ্যমহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের আধুনিক ত্রিপুরার স্বপ্ন পূরণ করতে চান বলে...

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের আধুনিক ত্রিপুরার স্বপ্ন পূরণ করতে চান বলে সামাজিক মাধ্যমে বার্তা প্রদ্যোতের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : হতাশ প্রদ্যোত! সোমবার সামাজিক মাধ্যমে এসে তিপ্রাসাদের আলাদা করার চক্রান্ত চলছে বলে তোপ দাগলেন তিনি। তিপ্রাসাকে কিভাবে বিভক্ত করা যায় তা নিয়ে ষড়যন্ত্র চলছে। এটা সকলের কাছে পরিষ্কার। তিপরাসাকে দিয়ে তিপরাসাকে বিভক্ত করার প্রচেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। তিনি জানান, এত সহজে তিপ্রাসা বেকুব হবে না। যারা ষড়যন্ত্র করে বিভক্ত করার প্রচেষ্টা করছে তাদের থেকে দূরে থাকতে হবে।

এবং নেতৃত্ব হতে নিজ ব্লক এলাকায় তিপ্রা মথার কাজ করতে বলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আর যখন নির্বাচন আসবে তখন যারা ব্লক থেকে কাজ করছে তাদের টিকিট মিলবে। কিন্তু মহারাজা আগে পিছে ঘুরে এবং সেলফি তুলে টিকিট মিলবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রদ্যোত কিশোর দেববর্মন। থানসা ভাঙতে বহু ষড়যন্ত্র চলছে। আকার-ইঙ্গিতে মান্দাই সোমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উপস্থিতিতে যোগদান সভাকে কটাক্ষ করে বলেন, তারা বলছে গ্রেটার তিপরাল্যান্ড হবে না। আর সেই কথার উপর আস্থা রেখে নিজেদের আদর্শ ভেঙে সেই দলে যোগদান করা বড় ধোকা বলে জানান তিনি। নিজের দলের উপর খুশি না থাকলে বা নেতার উপর খুশি না থাকলে ঘরে বসে যাওয়া ভালো।

 কিন্তু যারা তিপ্রাসাদের সাংবিধানিক দাবি মেনে নিতে পারেনি, তাদের দলে যোগদান করা একপ্রকার ধোঁকা ছাড়া আর কিছু নয়। সেই রাজনৈতিক দল কোনদিন গ্রেটার তিপরাল্যান্ড মেনে নেবে না। তিনি তিপ্রাসা জন্য লড়াই করে আসছেন। আর যতক্ষণ লিখিতভাবে গ্রেটার তিপরাল্যান্ডের দাবির কথা মেনে নেবে না কোন জাতীয় দল, ততক্ষণ পর্যন্ত তিপ্রা মথা কারুর সাথে জোট হবে না। প্রয়োজনে একা লড়াই করবে বলে জানান প্রদ্যোৎ। গ্রেটার তিপরাল্যান্ড করে দেখাবেন বলে চ্যালেঞ্জ ছুড়েন এদিন। সুতরাং তিপ্রাসা এক আওয়াজে কথা না বললে দিল্লি পর্যন্ত আওয়াজ পৌঁছাবে না। আরো বলেন তিনি বাঙালির বিপক্ষে নয়। কোন জাতি ধর্মের বিরুদ্ধে নয়। সুতরাং তিপ্রাসাদের আলাদা করার ষয়যন্ত্রে না পড়ার জন্য। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের আধুনিক ত্রিপুরার স্বপ্ন পূরণ করে দেখাতে চায় বলে জানান। আই পি এফ টি-কে তিপ্রা মথার সাথে এক হতে আহ্বান জানান। এক দাবি দুই দল থেকে না তোলে, একসাথে এক হয়ে আওয়াজ তোলার কথা বলেন প্রদ্যোৎ। এবং তিনি এর জন্য লড়াই করতে প্রস্তুত বলে জানান এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য