স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মার্চ : বিয়ের প্রলোভন দিয়ে এক যুবতীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার মহিলা মোর্চার নেত্রীর গুণধর ছেলে। পূর্ব আগরতলা থানার অন্তর্গত আড়ালিয়া দত্তপাড়া এলাকার বি এম এস -এর নেতা জগদীশ দেবনাথ এবং বিজেপির মহিলা মোর্চার সক্রিয় নেত্রী ঊষা দেবনাথের ছেলে জয়দীপ দেবনাথ এয়ারপোর্ট থানার অন্তর্গত লঙ্কামুড়া এলাকার এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। নেতার আদরের গুণধর সন্তান জয়দীপ দেবনাথ ওই যুবতী মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
পরে ওই যুবতী যখন জয়দীপ দেবনাথকে বিয়ের প্রস্তাব দেয় তখন জয়দীপ দেবনাথ সহ তার বাবা-মা অস্বীকার করে। যুবতী অনেকবার জয়দীপ দেবনাথকে বিয়ে করার অনুরোধ জানালেও যদি দেবনাথ মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে। অবশেষে বাধ্য হয়ে যুবতী মেয়েটি গত দুদিন আগে পশ্চিম আগরতলা মহিলা থানায় জয়দীপ দেবনাথের বিরুদ্ধে লিখিতভাবে ধর্ষণের মামলা দায়ের করেন।
পরে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ ওই যুবতী মেয়েটির অভিযোগ আমতলী থানায় স্থানান্তর করে। আমতলী থানার পুলিশ এই ব্যাপারে ৬৯,৩৫১(২) বি এন এস ধারায় মামলা নথিভুক্ত করে যার নম্বর ২৩/২০২৫। আমতলী থানার পুলিশ অভিযুক্ত জয়দীপ দেবনাথকে গ্রেপ্তারের করে। গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে মামলার তদন্তকারী অফিসার কলেজটিলা ফাঁড়ির সহযোগিতা নিয়ে অভিযুক্ত জয়দীপ দেবনাথকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বুধবার দুপুরে ধৃত জয়দেব দেবনাথকে আদালতে প্রেরণ করে পুলিশ। এই ঘটনায় গোটা আড়ালিয়া এলাকা জুড়ে অভিযুক্ত জয়দীপ দেবনাথের কঠোর শাস্তির দাবি উঠছে।