স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মার্চ : বুধবার সকাল দশটা নাগাদ আশারামবাড়ী বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় নিখিল চন্দ্র দাসের রাবার বাগানে আগুনে ভষ্মিভূত হয়। ঘটনার বিবরণে জানা যায়, বিএসএফ ৭০ নাম্বার ব্যাটালিয়নের কর্মীরা বিএসএফ ক্যাম্প থেকে আগুন লাগায় জমি পরিষ্কার করার জন্য।
এই আগুনে নিখিল চন্দ্র দাসের বাগান পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে রাবার বাগানের মালিক জানান, কিছুদিন পর পর আশারাম বাড়ি বিএসএফ ক্যাম্প থেকে আগুন দেওয়া হয়। বিগত বছর তারা এভাবে আগুন দেওয়ার পর রাবার বাগানে এসে আগুন প্রবেশ করেছিল। তড়িঘড়ি করে আগুন নেভানো হয়। গত কয়েকদিন আগেও এভাবে তারা আগুন দেওয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হওয়ার মতো অবস্থা হয়েছিল। কিন্তু এ দায়িত্ব জ্ঞানহীন কর্মীরা আজকেও এভাবে আগুন দেওয়ায় উনার রাবার বাগান পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে দমকল কর্মীরা জানান কিভাবে আগুন লেগেছে তারা কিছুই জানেনা। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠু তদন্ত হয় কিনা। তাহলেই বোঝা যাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে।