স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মার্চ : আগামী ৮ মার্চ ভারতীয় জনতা পার্টির সরকারের দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি হবে। গত দু’বছর রাজ্যে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে সেগুলি মানুষের কাছে তুলে ধরতে সভার আয়োজন করা হবে। কিন্তু ৮ মার্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার থাকায় এ সভা অনুষ্ঠিত হবে আগামী নয় মার্চ। আয়োজিত জনসভা অনুষ্ঠিত হবে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ রাজ্যের মন্ত্রী সভার সদস্যরা। এদিন রাজ্যস্তরে মূল অনুষ্ঠান শেষ হওয়ার পর বিভিন্ন জেলা, মন্ডল এবং বুথ স্তরে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। সরকারের কাজকর্ম সম্পর্কে মানুষকে অবগত করা হবে। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আহ্বান জানান ৯ মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য বাসি উপস্থিত হয়ে বর্তমান সরকারের কাজকর্ম এবং ভবিষ্যতের পরিকল্পনার সম্পর্কে অবগত হওয়ার জন্য। সভা শুরু হবে সকাল এগারোটায়। আয়োজিত সভা যাতে সঠিকভাবে পরিচালনা করা হয় তার জন্য নয় জনের একটি টিম গঠন করা হয়েছে। এই টিমে নেতৃত্বে রয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।
টিমের মধ্যে রয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। সভা যাতে সঠিকভাবে পরিচালনা হয় তার জন্য তারা সঠিক ব্যবস্থাপনা করতে উদ্যোগ নেবে বলে জানান। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত মন্ত্রী রতন লাল নাথ বলেন, রাজ্যের উন্নয়ন নিয়ে মুষ্টিমেহ লোক মানুষকে বিভ্রান্ত করছে। সাত বছরে যে কর্মযজ্ঞ হয়েছে তা অতীতে কখনো দেখা যায়নি রাজ্যে। ভারতের জনতা পার্টি চিন্তা করে এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। এক ভারত, এক পরিবার, এক ভবিষ্যৎ। এক রাজ্য, এক পরিবার, এক ভবিষ্যৎ। এই পরিবারের বাইরে নয় সিপিআইএম। ভারতীয় জনতা পার্টির সরকার তাদের আলাদা করে দেখে না। মন্ত্রী রতন লাল নাথ, পূবর্তন সরকারকে কাঠগড়ায় তুলে বলেন, তাদের সময় ২৪৬ কোটি ৯৪ লক্ষ টাকা কেন্দ্র থেকে এনে উন্নয়নের জন্য ব্যয় হয়েছে। কিন্তু বর্তমান সরকারের সাত বছরের কেন্দ্র থেকে ৪২৯১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখন পর্যন্ত ৫১৬ কোটি টাকা উন্নয়নমূলক কাজের জন্য ব্যয় করেছে এই সরকার। এমনটাই জানান মন্ত্রী রতন লাল নাথ। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা। আসন্ন সভা ঘিরে দলের প্রস্তুতি চূড়ান্ত। মন্ডল এবং বুথ স্তরে নেতৃত্ব দেন নিয়ে চলছে বৈঠক।