স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মার্চ : নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ ৮ নেশা কারবারিকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। বুধবার পূর্ব আগরতলা থানায় সাংবাদিক সম্মেলন করে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান বিভিন্ন সময় গ্রেপ্তার করা নেশাকারবারিদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশকিছু তথ্য জানতে পারে।
সেই তথ্যের উপর ভিত্তি করে পূর্ব আগরতলা থানার পুলিশ আগরতলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮ জন নেশাকারবারিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ব্রাউনসুগার, নগদ অর্থ ও মোবাইল উদ্ধার হয়েছে। মহারাজগঞ্জ বাজারের লালমাটিয়া, এমবিবি কলেজ সংলগ্ন পার্ক, আগরতলা টাউন হল সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বুধবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি জানান উদ্ধার হওয়া ব্রাউনসুগারের বাজার মূল্য চার লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।