Monday, March 17, 2025
বাড়িরাজ্যবকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মার্চ : ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম দপ্তরের অধিন বর্তমানে একাধিক সংস্থা কাজ করছে। এই ধরনের সংস্থা গুলির মধ্যে একটি হল এ আর কে আই প্রাইভেট লিমিটেড। এ আর কে আই প্রাইভেট লিমিটেডের অধিন জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল এসিস্টেন্ট রয়েছে ৫ শতাধিক কর্মী। এই জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল এসিস্টেন্টদের অভিযোগ দুই বছর ধরে তারা এই সংস্থার অধিন কাজ করছে। কিন্তু তাদেরকে নিয়মিত বেতন দেওয়া হয় না বলে অভিযোগ। অভিযোগ ৬ মাস বেতন বকেয়া থাকলে তাদেরকে এক মাসের বেতন দেওয়া হয়।

তাই বকেয়া বেতনের দাবিতে বুধবার এ আর কে আই প্রাইভেট লিমিটেডের জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল এসিস্টেন্টরা জয়নগর স্থিত সংস্থার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ বর্তমানে তাদের ৭ মাসের বেতন বকেয়া রয়েছে। শুধু তাই নয় ইপিএফ এবং ইএসআই-র সুবিধাও তাদেরকে প্রদান করা হয় না। তাই তারা এইদিন সংস্থার অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে। তারা আরও জানায় সংস্থাকে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জন্য ৪ থেকে ৫ দিন সময় দেবে তারা।

এই সময়ের মধ্যে তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া না হলে আগামিতে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে। এইদিন সংস্থার কর্মীরা সংস্থার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিকরা। সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংস্থার অফিসে কর্মরত এক কর্মী সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন সাংবাদিকরা ঐ মহিলা কর্মীকে পাল্টা প্রশ্ন করতে শুরু করলে চোরের ন্যায় মহিলা পালিয়ে যায়। তাই ঐ মহিলা কর্মীর উদ্দেশ্যে আমরা বলতে চাই সাধু সাবধান। সাংবাদিকরা কোন ধরনের হুমকি ধমকিকে পরোয়া করে না। তিনি হয়তো সাংবাদিকদের কাজ সম্পর্কে অবগত নন। তাই সাংবাদিকদের নিয়ম শিখানোর চেষ্টা করেছিলেন। তিনি হয়তো জানেন না একজন সাংবাদিকদের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তিনি অপরাধ করেছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য