Friday, March 21, 2025
বাড়িরাজ্যসাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে ডেপুটেশন সি পি আই এম এল

সাম্প্রদায়িক হিংসায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে ডেপুটেশন সি পি আই এম এল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মার্চ : গত ৬ এবং ৭ অক্টোবর কদমতলায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা সংঘটিত হয়েছিল। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার জন্য সিপিআইএমএল -এর একটি প্রতিনিধি দল বুধবার ত্রিপুরা মানবাধিকার কমিশনে যান। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের সম্পাদক পার্থ কর্মকার জানান, গত ৬ এবং ৭ অক্টোবর সরকারি মদতের সাম্প্রদায়িক হিংসার ঘটনা সংগঠিত হয়েছিল উত্তর ত্রিপুরা জেলার কদমতলায়।

এ সাম্প্রদায়িক ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং দুজন গুরুতর আহত হয়েছে। পাশাপাশি কদমতলা বাজারের বহু ব্যবসায়ী এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু দোকানপাট লু হয়েছিল এবং অগ্নিসংযোগ হয়েছিল। অথচ জেলাশাসক মারফত যে ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে তা অত্যন্ত কম। ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সঠিক আর্থিক সহযোগিতা পায়নি প্রশাসনের পক্ষ থেকে। তাই আজকে মানবাধিকার কমিশনে এসে ডেপুটেশন প্রদান করে দাবি করা হয়েছে যাতে প্রশাসনকে বাধ্য করা হয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত সহযোগিতা করার জন্য।এদিন ডেপুটেশনের সময় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে আটজন ছিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য