Friday, April 19, 2024
বাড়িরাজ্যব্যাংকে কর্মীদের নিয়ে চলছে স্বৈরাচারী শাসন, অভিযোগ তুলে বিক্ষোভে সামিল ব্যাংক কর্মীরা

ব্যাংকে কর্মীদের নিয়ে চলছে স্বৈরাচারী শাসন, অভিযোগ তুলে বিক্ষোভে সামিল ব্যাংক কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ এপ্রিল : ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ম্যানেজমেন্টের বদলির অনিয়মিত নিতি সহ কর্মীদের দাবি দেওয়া গুরুত্ব না দেওয়ায় সোমবার বিক্ষোভের সামিল হয় কর্মীরা। এদিন রাজধানী রাধানগর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করে কর্মীরা।

ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার এসোসিয়েশন সহ চারটি সংগঠন যৌথভাবে বিক্ষোভে সামিল হয়। তাদের অভিযোগ চারটি সংগঠনের প্রায় সাড়ে আট শতাধিক কর্মী রয়েছেন। ব্যাংক কর্মীদের সহযোগিতায় লাভের মুখ দেখেছেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র মোহন গোস্বামী কর্মীদের স্বার্থের কথা চিন্তা করছেন না। এবং দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে গেলে মহেন্দ্র মোহন গোস্বামী কর্মীদের সাথে কথা বলতে চান না। চেয়ারম্যান এ ধরনের স্বৈরাচারী মনোভাবের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন বলে জানান ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সম্পাদক সঞ্জয় দাস। তিনি জানান কর্মীরা চেয়ারম্যানের সাথে কথা বলতে প্রস্তুত। কিন্তু তিনি যদি কর্মীদের দাবি-দাওয়া না মানেন তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য