স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ : রবিবার গভীর রাতে টাকারজলা থানাধীন জমাদার পাড়ায় দুর্ঘটনার কবলে পড়ে একটি পন্যবাহী গাড়ি। জানা যায় প্রতি রাতে টাকারজলা থানাধীন জমাদার পাড়া দিয়ে পাচারকারীরা গাড়ি করে পাচার বাণিজ্য চালিয়ে যায়। ধারনা করা হচ্ছে রবিবার রাতে দুর্ঘটনার কবলে পড়া মালবাহী বুলেরো গাড়িটি পাচারকারীদের ছিল। কারন গাড়ির নাম্বার প্লেটের শেষের দুইটি সংখ্যা মুছে দেওয়া হয়েছে।
যাতে করে কেউ গাড়ির নাম্বার জানতে না পারে। এইদিকে মালবাহী বুলেরো গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থলে ছুটে যায় টাকারজলা থানার ওসি রথিন্দ্র দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ জেসিবি-র মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় এক ব্যক্তি জানান রাত্রি আনুমানিক দুইটা থেকে আড়াইটা নাগাদ মালবাহী বুলেরো গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনার পর গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।