স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ মার্চ : শাসকদলের মহিলা মোর্চার নেত্রীর ছেলের বিরুদ্ধে সোমবার থানায় মামলা দায়ের করলো এক যুবতী। জানা গেছে, আগরতলা পূর্ব থানার অন্তর্গত আড়ালিয়া দত্তপাড়া এলাকার জগদ্বীশ দেবনাথের ছেলে জয়দ্বীপ দেবনাথ এয়ারপোর্ট থানার অন্তর্গত লঙ্কামুড়া এলাকার এক যুবতী মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলে। ধীরে ধীরে সেই সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে উঠে। অভিযোগ জয়দ্বীপ দেবনাথ মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তুলে।
আরো অভিযোগ অভিযুক্ত জয়দ্বীপ দেবনাথ মেয়েটির কাছ থেকে বহু টাকাও হাতিয়ে নেয়। পরে ওই মেয়েটি যখন জয়দ্বীপ দেবনাথকে বিয়ে করার কথা বলে তখন সে অস্বীকার করে। এদিকে অভিযুক্ত জয়দ্বীপ দেবনাথের বাবা জগদ্বীশ দেবনাথ বিএমএস রাজ্য নেতা এবং তার মা উষা দেবনাথ শাসক দলের মহিলা মোর্চার একজন সক্রিয় নেত্রী। মেয়েটি গত কিছুদিন আগে স্ত্রীর মর্যাদা চেয়ে জয়দ্বীপ দেবনাথের বাড়িতে যায়, সেখানে তার সাথে খারাপ আচরণ করে জয়দ্বীপ দেবনাথ সহ তার বাবা, মা। এমনকি তাকে বিয়ে করতেও অস্বীকার করে। পরে বাধ্য হয়ে মেয়েটি সোমবার বিকেলে পশ্চিম আগরতলা মহিলা থানায় জয়দ্বীপ দেবনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগকারীকে আশ্বাস দিয়েছে এই বিষয়ে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তবে শাসকদলের মহিলা মোর্চার নেত্রী এবং বিএমএস -এর রাজ্য নেতার ছেলের মেয়ে সংক্রান্ত এই ধরনের কার্যকলাপে নিন্দার ঝড় বইছে এবং তীব্র সমালোচনা হচ্ছে গোটা এলাকা জুড়ে।