Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যকমিউনিস্ট নামের ভূত যাতে ত্রিপুরা রাজ্যে আর জন্ম না হয়, কার্যকর্তাদের বললেন...

কমিউনিস্ট নামের ভূত যাতে ত্রিপুরা রাজ্যে আর জন্ম না হয়, কার্যকর্তাদের বললেন বিপ্লব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মার্চ : সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করার সবচেয়ে নিকৃষ্টতম সংস্থা হল কমিউনিস্ট। তাদের থেকে রাজ্যবাসীকে সতর্ক থাকতে হবে। তারা যুবক এবং মহিলাদের বিনাশ করার যন্ত্র। বিশালগড় মন্ডল আয়োজিত মন্ডল মহা অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কমিউনিস্টদের আক্রমণ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেব। প্রদীপ প্রজ্বলন করে মহা অধিবেশনের উদ্বোধন করেন সংসদ বিপ্লব কুমার দেব।

অধিবেশনে বক্তব্য রেখে তিনি আরো বলেন, কমিউনিস্টরা কোনদিন যুবকদের নিজের পায়ে দাঁড়াতে দেয় না। মহিলাদের ঘর চালাতে দেয় না। তাই কমিউনিস্ট নামের ভূত যাতে ত্রিপুরা রাজ্যে আর জন্ম না হয়। প্রয়োজনে ত্রিপুরা রাজ্যে বিরোধী অন্য কোন রাজনৈতিক দল হোক, কিন্তু কমিউনিস্টদের ত্রিপুরা রাজ্যে আর এক ইঞ্চি জায়গা পর্যন্ত যাতে না দেওয়া হয় তার জন্য কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন বিপ্লব কুমার দেব। আরো বলেন, কমিউনিস্টরা দীর্ঘ ৩৫ বছর ত্রিপুরা সরকার পরিচালনা করেও তারা ইউপি সরকারের সাথে হাত মিলিয়েছে। এবং ত্রিপুরায় দীর্ঘ ৩৫ বছর ক্ষমতায় থেকে কারা একটি ম্যানুফ্যাকচারী কোম্পানি পর্যন্ত ত্রিপুরায় আনেনি।

 এত বছরে কিছু করেনি ত্রিপুরার মানুষের জন্য। কমিউনিস্ট পরিবার বিরোধী এবং ভারত বিরোধী মানসিকতা তৈরি করার একটা দল। তারা বর্তমানে ভারতীয় জনতা পার্টি কিছু কার্যকর্তার কারণে অক্সিজেন পাচ্ছে। এ সুযোগ যাতে ভারতীয় জনতা পার্টির কোন কার্যকর্তা তাদের না দেয় তার জন্য কার্যকর্তাদের প্রতি আহ্বান করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। আয়োজিত এদিনের মন্ডল মহা অধিবেশনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস, স্থানীয় বিধায়ক তথা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য