স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মার্চ : নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানোর ফলে যান দুর্ঘটনা। ঘটনা রবিবার বিকালে আগরতলা টাউন হল সংলগ্ন এলাকায়। জানা যায় এইদিন এক বাইক চালক মদমত্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে প্রথমে এক যুবককে ধাক্কা মারে। পরবর্তী সময় ঐ বাইক চালক দ্রুত গতিতে গিয়ে একটি যাত্রীবাহী অটোতে ধাক্কা মারে।
এতে করে যাত্রীবাহী অটোতে থাকা যাত্রী সহ চালক আহত হয়। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মী ও পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে পূর্ব আগরতলা থানার পুলিশ মদমত্ত বাইক চালককে বাইক সহ থানায় নিয়ে যায়