স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মার্চ : রবিবার রাজধানীর টিবি অ্যাসোসিয়েশন হলে ত্রিপুরা রিটায়ার্ড ডক্টরস অ্যাসোসিয়েশনের কুড়ি তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তারপর বার্ষিক সম্মেলনে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত মানে বিরাম নেওয়া নয়। তাহলে মানসিক শক্তি বাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন অনুষ্ঠানে দাবি করেন ত্রিপুরায় খুব দ্রুত উন্নয়ন হচ্ছে। যা ভাবা যায় না।
মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের মনে রাখতে হবে তাদের দায়িত্ব মানুষের সেবা করা। তাদের কাছে রোগীরা আত্মসমর্পণ করে। তারা নিজের মেধা দিয়ে চিকিৎসক হলেও ভগবানের আশীর্বাদে মানুষের সেবা করার দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, আজকে যে এসোসিয়েশন হয়েছে তার মূল উদ্দেশ্য হলো অবসরপ্রাপ্ত চিকিৎসকরা যাতে হারিয়ে না যান। তারা যে বেস তৈরি করে দিয়ে গেছে তার উপর দাঁড়িয়ে আজকে উন্নয়ন হচ্ছে চিকিৎসা পরিষেবার। অবসরপ্রাপ্ত চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তারা যাতে কখনো ইমোশন না হন। তারা যাতে সব সময় সমাজের স্বার্থে কাজ করেন। কারণ তাদের সমাজ ভগবান হিসেবে দেখে বলে জানান মুখ্যমন্ত্রী।