স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মার্চ : তেলিয়ামুড়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার চরাই উত্তরাই পাহাড়ি পথ অতিক্রম করে নোনাছড়া এডিসি ভিলেজ অন্তর্গত প্রজা বাহাদুর মলসম পাড়া। বর্তমানে ওই এলাকায় প্রায় আশিটি পরিবারের বসবাস। প্রত্যেকটি পরিবারই জুম চাষ কিংবা বনের লতা পাতা বাজারে বিক্রি করে সংসার প্রতিপালন করে আদিকাল থেকে। এলাকায় বসবাসকারী প্রত্যেকটি পরিবার মৌলিক অধিকারের বিভিন্ন সুযোগ-সুবিধার মধ্যে অন্যতম বিশুদ্ধ পানীয় জলের। বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় ওই এলাকায় বসবাসকারী প্রত্যেকটি পরিবারের দাবি ছিল সরকারি উদ্যোগে যেন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার।
কিন্তু বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণ করতে প্রশাসনিক উদ্যোগে যায়নি দেখা। তাদের এই বিশুদ্ধ পানীয় জলের জন্য দাবি শুনে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর হর ঘর জল জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে ১ কোটি ১৯ লক্ষ টাকা বরাদ্দ হয় বিশুদ্ধ পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ওয়াটার ট্রিটপ্ল্যান্ট। ২০২৩-২৪ অর্থবর্ষে নির্মাণ কাজ শুরু হয় ওয়াটার ট্রিটপ্ল্যান্ট। তৎসম থেকে কাজের গুণগতমান নিয়ে অভিযোগ ছিল এলাকাবাসীদের। কিন্তু কাজের সাথে যুক্ত সংশ্লিষ্ট দপ্তরের কর্মী ও আধিকারিকরা এলাকাবাসীদের কথার কোন গুরুত্ব না দিয়ে নিম্ন থেকে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে। যার ফলে উদ্বোধনের কিছুদিন বাদেই ওয়াটার ট্রিটপ্ল্যান্টটি অকেজো হয়ে পড়ে। বর্তমানে ওয়াটার ট্রিটপ্ল্যান্টটির মুখ থুবড়ে পড়েছে। ফলে এলাকাবাসীরা পানীয় জলের চাহিদা মাতানোর জন্য পাহাড়ের গায়ে তৈরি করা অপরিশ্রুত জল ব্যবহার করছে।
এলাকাবাসীদের অভিযোগ, এই ওয়াটার ট্রিটপ্ল্যান্টের জল ব্যবহার করা যায় না। এদিকে এলাকাবাসীদের অভিযোগ কয়েকদিন বাদে বাদে এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা প্রায় আসেন। কিন্তু মন্ত্রীর কাছে বিশুদ্ধ পানীয় জলের ওয়াটার ট্রিটপ্ল্যান্ট বিকল হওয়ার বিষয়টি জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না, সব অশ্বডিম্ব।যাই হোক না কেন নোনা ছড়া এসডিসি ভেলিজের প্রজা বাহাদুর মলসম পাড়ায় নির্মিত ওয়াটার ট্রিটপ্ল্যান্টটি পুনরায় কবে চালু হয় সেটাই এখন দেখার।