স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২ মার্চ : ভয়াবহ অগ্নিকান্ড সাব্রুম মহকুমার বটতলা ৬২ কার্ড এলাকার সূত্রধর পাড়ায়। অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকার অধিক বলে জানা গেছে। জানা যায় বটতলা ১ নং ওয়ার্ডের বাসিন্দা সুব্রত সূত্রধরের বাড়িতে শনিবার কেউই ছিল না। এমন সময় বাড়িতে অগ্নিসংযোগ ঘটে। ঘরের দরজা বন্ধ থাকায় প্রথমে কেউই আগুনের লেলিহান শিখা দেখতে পায় নি।
পরবর্তী সময় আগুনের লেলিহান শিখা সুব্রত সূত্রধরের বসত ঘর সম্পূর্ণ গ্রাস করে নেওয়ার পর এলাকার লোকজনদের নজরে আসে আগুনের লেলিহান শিখা। ততক্ষণে সুব্রত সূত্রধরের বসত ঘর সহ ঘরে থাকে সকল আসবাবপত্র আগুনে পুরে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে রবিবার দক্ষিন ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি সুব্রত সূত্রধরের বাড়িতে ছুটে যান। গোটা ঘটনা প্রত্যক্ষ করার পর তিনি কথা বলেন সুব্রত সূত্রধরের পরিবারের লোকজনদের সাথে। তারপর তিনি জানান ক্ষতিগ্রস্ত সুব্রত সূত্রধরকে সরকারি ভাবে যতটা সাহায্য করা যায় তা করা হবে।