স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন ও জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এন্যুয়েল সেশন কাম সেমিনার অন হায়ার পেনশনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব ধরমনি সিং। তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, প্রতিবছর সাধারণ সভার আয়োজন করে বিগত দিনের কাজকর্ম এবং আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করা হয়। এবছরও ব্যতিক্রম নয়। সাধারণ সভা আয়োজনের পর এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে হায়ার পেনশন নিয়ে এ কর্মশালায় বিশেষ আলোচনা হবে। ২০১০ সালেই ত্রিপুরা রাজ্যের জোট মিল কর্মচারীরা হায়ার পেনশনের জন্য ফর্ম ফিলাপ করেছেন। আগামী কিছুদিনের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মঞ্জুরী দেওয়া হবে। এ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান তিনি। আরো জানান, সারা ভারতবর্ষে হায়ার পেনশন প্রাপ্তি নিয়ে এক সুদীর্ঘ লড়াই চলছে। তাদের যতদিন না পর্যন্ত পেনশনের সমস্যা সমাধান হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে বলে জানান তিনি।