Sunday, March 16, 2025
বাড়িরাজ্যফৌজের পোশাক পড়ে ডাকাতি কান্ডের ঘটনায় ধৃত দুই

ফৌজের পোশাক পড়ে ডাকাতি কান্ডের ঘটনায় ধৃত দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : ২২ ফেব্রুয়ারি চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে গৃহস্থের মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি কান্ডের ঘটনায় তদন্তে নেমে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার গভীর রাতে তাদের আটক করা হয়। জানা যায়, এদিন রাত আনুমানিক সোয়া তিনটা নাগাদ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাধন দেবের বসত ঘরের দরজা ভেঙ্গে আধাসামরিক বাহিনীর ছদ্মবেশে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। তখন তাদের হাতে দুটি বন্দুক, ভূজালি ও সাবল ছিল। তাছাড়া সকলের মুখ ছিল কালো কাপড়ে বাঁধা।

পরে সাত – আট জনের ডাকাত দলটি গৃহস্থ সাধন দেব ও তার ছেলে সাগর দেবের মাথায় বন্দুক ঠেকিয়ে ঘরে থাকা নগদ তিয়াত্তর হাজার টাকা, বিপুল পরিমাণ স্বর্নালংকার সহ এন্ড্রয়েড মোবাইল ফোন ও দামী সা-সামগ্রী নিয়ে গা ঢাকা দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ সহ ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং, পুলিশ সুপার আইপিএস অবিনাশ রাই ও বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ। আনা হয় ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের। অবশেষে ডাকাতি কান্ডের চারদিন পর এ মামলায় জড়িত দুই দূর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করে চুরাইবাড়ি থানার পুলিশ। তবে ডাকাতি কান্ডে ব্যবহৃত বন্দুক সহ অন্যান্য অস্ত্র ও খোয়া যাওয়া টাকা স্বর্ণালংকার উদ্ধার হয়নি। জানা গেছে, এই মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর প্রীতিময় চাকমা।এদিকে চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ খোকন সাহা তদন্তের স্বার্থে ক্যামেরার সামনে প্রতিক্রিয়া না দিলেও মৌখিকভাবে তিনি জানান, ডাকাতির দিন রাতে ধৃত দুজনের মোবাইল লোকেশন গোবিন্দপুর এলাকায় ছিল।তারপর তাদেরকে বুধবার রাত দুটো নাগাদ জালে তুলা হয়। ধৃতরা হল কাবিল হোসেন ও জমির উদ্দিন। উভয়ের বাড়ি কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের। তিনি আরো জানান, পুলিশি অভিযানের আঁচ পেয়ে জমির ঘরের জানালা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে দৌঁড় আটক করে। ধৃত দুইজনকে বর্তমানে চুরাইবাড়ি থানার হেফাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশি রিমান্ড চেয়ে শুক্রবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে জানান অফিসার ইনচার্জ।   

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য