স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : পারিবারিক কলহের জেরে বিষ খেয়েকে আত্মহত্যা চেষ্টা গৃহবধূর। কিন্তু হাসপাতালে অ্যাম্বুলেন্স না থাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা বিশালগড় মহকুমা হাসপাতালে। জানা যায়, কড়ুইমুড়া এলাকার এক গৃহবধু পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার দুপুরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে অসুস্থ গৃহবধূ লিটুয়ারা বেগমকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহত গৃহবধূকে আগরতলা জিবিপি হাসপাতালের রেফার করে। যথাসময়ে বিশালগড় হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে চিকিৎসকের উপর উত্তেজিত হয়ে পড়ে রোগীর আত্মীয় পরিজনরা।
অভিযোগ বিশালগড় মহকুমা হাসপাতালে একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে, আরেকটি রয়েছে ১০২ নম্বরের আওতায়। সেই অনুযায়ী ১০২ নম্বরে ফোন করার পর, রোগীর পরিবারকে জানিয়ে দেওয়া হয় এম্বুলেন্স নেই, অক্সিজেন নেই। অন্য কোন ব্যবস্থা করে জিবি হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার জন্য। তারপর দীর্ঘ সময় অপেক্ষা করে অ্যাম্বুলেন্স না আসায় চিকিৎসকের উপর উত্তেজিত হয়ে পড়ে রোগী ও তার আত্মীয় পরিজন। দীর্ঘ সময় পর অ্যাম্বুলেন্স আসার পরে আহত অবস্থায় মহিলাকে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশালগড় মহাকুমা হাসপাতালে দীর্ঘদিনের এই সমস্যা যথাসময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছেন না রোগী। উল্লেখ্য, গত দুদিন আগেও সংবাদ পরিবেশন হয়েছে হাসপাতালে অ্যাম্বুলেন্স পরিষেবা পায়নি রোগীর পরিবার। তারপর রোগীর পরিবার উত্তেজিত হয়ে উঠে। এই খবর সংবাদমাধ্যমের পরিবেশন হওয়ার পরেও স্বাস্থ্য দপ্তরের হুশ ফিরে নি। দপ্তরের উদাসীনতার কারণে যেকোনো মুহূর্তে রোগীর জীবন সংকটে পড়তে পারে। এর জবাব দিতে পারবে না স্বাস্থ্য দপ্তর। এমনটাই মনে করছে বিশালগড়বাসী।