Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যআমরা বাঙালির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আমরা বাঙালির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ ফেব্রুয়ারি : শুক্রবার মহান ২১ শে ফেব্রুয়ারী বাংলাভাষা মর্যাদা রক্ষার দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গোটা বিশ্বজুড়ে প্রতিটি ভাষাপ্রেমী মানুষের নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্যে নতুন করে শপথ নেওয়ার দিন আজ।

আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা রাজ্য কার্যালয়ে, কল্যানপুর, তেলিয়ামুড়া, আমবাসা, চড়াইবাড়ি, ধর্মনগর, পানিসাগর সহ রাজ্যের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় ৫১-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়। এদিন রাজ্য কার্যালয়ের সামনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা বাঙালি দলের রাজ্যসচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারী পূর্ব পাকিস্তান সংখ্যাগুরু বাঙালিদের মাতৃভাষা বাংলাকে অবদমন করে উর্দু চাপিয়ে দেবার চেষ্টা করছিল। এর বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে সালাম, বরকত, জববার, রফিক সহ ১১ জন প্রান বিসর্জন দিয়েছিল। সেটা তাদের আত্মত্যাগের কারণে বাংলা ভাষার মর্যাদা রক্ষা হয়েছিল বলে দাবি করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য